নোটপ্যডে যেভাবে বাংলা লিখবেন। How to rught notpad in bangla.

আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন, আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে নোটপ্যডে বাংলা লিখে থাকি কিন্ত সেভ করার সময় ছোট একটি ভুলের জন্য নোটপ্যাডে লেখা ফন্ট ভেঙ্গে যায় ফলে লেখাগুলো পরবর্তিতে আর পড়া যায় না, নিচের চিত্রে দেখুন।

এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য  নোটপ্যড ওপেন করে আপনার প্রয়োজনিয় ডকুমেন্ট লিখুন।ইচ্ছে করলে আপনি বাংলা ফন্ট ও ফন্টের সাইজ পরিবর্তন করে নিতে পারেন।এজন্য নোটপ্যডের Format অপশন থেকে Font অপশনে গিয়ে ৩ টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ি Font, Font style & Font size পরিবর্তন করে নিতে পারবেন।
লেখা শেষে সেভ করার সময় UTF-8 ফরমেটে সিলেক্ট করে সেভ করুন তাহলে আর ফন্ট ভেঙ্গে যাবে না।